ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কংগ্রেস ভবনে। এই সময়ের মধ্যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপর প্রায় প্রতিনিয়ত তাদের প্রতিবাদ অব্যাহত রেখে চলেছে। এরই মধ্যে আজকের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি দাবি করেছেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে যখনই কোন প্রকারের চাকরি সংক্রান্ত পরীক্ষা বা উদ্যোগ গ্রহণ করা হয় তখনই বিভিন্ন প্রকারের দুর্নীতি সামনে আসে। বিশেষ করে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা সংক্রান্ত যে বিভ্রান্তি তৈরি হয়ে যায় বিশেষ করে বাঁকা পথে পিআরটিসি জোগাড় করে যেভাবে বহির রাজ্যের একটা বিরাট সংখ্যক প্রার্থীরা আবেদন করেছেন বা চাকরির জন্য প্রস্তুত হচ্ছেন সেই বিষয়ে গভীর ওসমা প্রকাশ করেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। আগামী দিনে এই সংক্রান্ত বিষয়ে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের দিকে সংগঠন এগিয়ে যাবে বলে আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়।