কার্নিভাল দেখতে এসে আগরতলা চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সারদের হাতে আক্রান্ত দর্শনার্থীরা
প্রতি বছরের ন্যায় এই বছর ও আগরতলা পুরো নিগমের উদ্যোগে কার্নিভালের এর আয়োজন করা হয়। সব কিছু সুন্দর ভাবেই চলছিল , একে একে সব ক্লাবের মূর্তি গুলো দশমীঘাট নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে চিত্তরঞ্জন ক্লাবের মূর্তি নিয়ে যাওয়ার পথে বাঁধে বিপত্তি চিত্তরঞ্জন ক্লাব কর্তৃপক্ষ প্রতিমা নিরঞ্জন কে কেন্দ্র করে নিয়োগ করে কয়েকজন বেসরকারি বাউন্সার, ওই বাউন্সার দের হাতে আক্রান্ত হয় বেশ কয়েকজন সহ তিন তিনটি শিশু। এতেই পরিস্থিতি উতপ্ত হয়ে উঠে এবং কার্নিভাল দেখতে আসা লোকজন রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে উঠে যে ছুটে আসে প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত লোকজন দের প্রশ্ন প্রশাসনিক কর্মীরা থাকা সর্তেও কেন এই বাউন্সারদের রাখতে গেলো ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া ওই বাউন্সারদের গ্রেপ্তার করে সুষ্ঠ বিচারের দাবি জানান কার্নিভাল দেখতে আসা লোকজন। কি বলছে জনগণ একবার শুনে নেব।