বাংলা বছর শেষ হতেই বিলোনিয়া মহকুমার বিভিন্ন জায়গায় নিশি কুটুম্বের হানা!
সম্পদ রক্ষায় দুশ্চিন্তা এবং আতঙ্কে মানুষ। তদন্তে পুলিশ অধরা চোর এবং চুরি হওয়া সামগ্রী। গতকাল রাতে এমনই ঘটনা ঘটে বিলোনিয়া মহাকুমার মাইছড়া অর্থাৎ পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঁই বাবার মন্দির সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং দুটি দোকান সমেত মোট চারটি জায়গায় দুঃসাহসিক চুরির কান্ড সংঘটিত হয়। একই রাতে একই সাথে চারটি জায়গায় চুরি হওয়ায় পরিষ্কার যে চোরেরা দলবদ্ধ ছিল। সাঁইবাবার মন্দিরে লক্ষ্মী এবং গণেশ মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স বের করে এনে বাক্স ভেঙে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যায়। একই সাথে মন্দিরের সামনে কার্তিক বৈদ্য এবং অন্য একটি মুদি দোকানে থেকেও প্রায় সমপরিমাণের সামগ্রিক চুরি করে নিয়ে যায় চোরের দল। একইভাবে মনচন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেও বেশ কিছু আসবাবপত্র নিয়ে যায় চোরের দল। সব মিলিয়ে নগদ অর্থ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে যায়। সাত সকালে ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী বিলোনিয়া থানাতে খবর দিলে দ্রুত ছুটে যায় সাব-ইন্সপেক্টর রাহুল জমাতিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী। অন্যান্য চুরির ঘটনার মতো এখানেও একই রকম ভাবে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন হল পুলিশ কি পারবে এই ঘটনার প্রকৃত তদন্তক্রমে চোরদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারবে এবং জনগণকে আশ্বস্ত করতে পারবে। নাকি আগের অন্যান্য ঘটনার মতো এবারও সবকিছু বিশবাঁও জলে যাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত এর আগেও এই মাইছড়া এলাকায় সাঁই বাবার মন্দির সহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হয়েছিল কিন্তু তার কোন কুল কিনারা আজও পাওয়া যায়নি।