প্রেসক্লাবের বিদায়ি কমিটি বিগত দু- বছর একটিও ম্যাম্বার শিপ প্রদান করেনি। তার প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের মালিক ও কর্মীরা।তাদের অভিযোগ এই দুই বছর সম্পাদক ও সভাপতিরা নিজেদের আকের গুছিয়ে গেছেন। আর সংবাদ মাধ্যমের কর্মীদের বঞ্চিত রেখেছে