পুলিশ আসার আগেই কিভাবে খবর পেয়ে যায় জুয়া কারবারিরা ?ঝান্ডি মুন্ডার বিরুদ্ধে অভিযানে নেমে উদ্ধার খেলার সামগ্রী!যে কোন মেলা কিংবা ধর্মীয় অনুষ্ঠান হলেই জুয়াড়িরা মেতে উঠে জুয়া খেলায়। মানুষের সমাগম যেখানে বেশি ঠিক সেই স্থানের পাশাপাশি এলাকাতেই জুয়ারীরা ঝান্ডি মুন্ডার আসর পেতে বসে। অনুরূপভাবে শনিবার রাতে ধর্মনগর দেওয়ানপাশা এলাকায় “থাবরচম্বি” মনিপুরী সম্প্রদায়ের একটি প্রসিদ্ধ নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত স্থানে ।সেই অনুষ্ঠান চলাকালীন রাত্র আনুমানিক এগারোটা নাগাদ পুলিশের কাছে খবর আসে অনুষ্ঠানের পার্শ্ববর্তী এলাকায় কোথায় ঝান্ডিমুন্ডার আসর বসেছে। সেই খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ অভিযান চালিয়ে কাউকে আটক করতে না পারলেও ঝান্ডিমুন্ডা খেলায় ব্যবহৃত সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানায় অভিযানের সময় খেলায় ব্যবহৃত গুটি ড্রাম ও অন্যান্য সামগ্রী ছেড়ে পালিয়ে যায় জুয়াড়িরা । সাফল্য কুড়াতে গেলেও আংশিক সাফল্য নিয়ে ফিরতে হল পুলিশকে।