শারদীয়া উৎসবের আগে মন্ত্রী সুশান্ত চৌধুরীর একাধিক বিষয় ঘোষণা
শারদীয়া উৎসবের আগে খাদ্য দপ্তরের একাধিক বিষয় ঘোষণা সাংবাদিক সম্মেলনের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের সচিব ও অন্যান্যরা। রাজ্য সচিবালয়ে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিকদের সাথে নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করলেন। এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্তমান সময়ে রাজ্যের পরিপ্রেক্ষিতে খাদ্য দপ্তরের বিভিন্ন বিষয় বিশেষ করে গণ বন্টন ব্যবস্থার সাথে সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রী রেশন শপ বা গণ বন্টন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্তরের সামগ্রী বিতরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে দাবি করেন এই সময়ের মধ্যে সরকার আন্তরিকভাবে সাধারণ মানুষের কাছে গণ বণ্টন ব্যবস্থার মধ্য দিয়ে সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বদ্ধ পরিকর। অতি সম্প্রতি রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের ১০ কেজি করে অতিরিক্ত চাল বরাদ্দ করা হবে এই বিষয় নিয়ে কবে থেকে চালু হচ্ছে এই প্রশ্নের উত্তরে মন্ত্রি সুশান্ত চৌধুরীর বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফাইল চালাচালির কাজ শুরু হয়েছে এবংইতিমধ্যেই তা কার্যকর করা হবে বলে মন্ত্রীর দাবি। এছাড়া চিনি প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন বিগত তিন মাস ধরে চিনির সাপ্লাই বন্ধ থাকার কারণে রেশন শপের মধ্য দিয়ে চিনি প্রদান করা যায়নি। তবে দুর্গাপূজার আগেই এই অবস্থার পরিবর্তন হবে এবং যারা যারা আগে চিনি পাননি সব চিনি প্রদানের ব্যবস্থা করা হচ্ছে বলে মন্ত্রী দাবি করেন।পাশাপাশি সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী দাবি করেছেন আগামী ত্রিশে সেপ্টেম্বর রাজধানীর আগরতলার রবীন্দ্রভবনে ভোক্তা সাধারণের অধিকার সচেতনতা বিষয়ক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।