জল জীবন মিশন প্রকল্পের অপরূপ মহিমা পরিলক্ষিত করছে এলাকার সাধারণ মানুষ! এক মাস ধরে জলের পাইপলাইন বন্ধ!! এলাকার ছোট ছোট শিশুদের এখন স্নানের একমাত্র ভরসা ছড়ার নোংরা জলে!!!
জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়া যাওয়ার পথে একটি নতুন পাকা কালভার্ট নির্মাণ করা হয়েছে যার ফলে কাজের ঠিকাদার এলাকার জলের পাইপলাইন ভেঙ্গে ফেলে। পাকা কালবাট সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে গেলেও গত একমাস ধরে পানীয় জল মিলছে না মুসলিম পাড়া শহর স্থানীয় এলাকাবাসীদের। এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে আর অন্যদিকে এলাকার ছোট ছোট সূরা প্রতিদিন স্নানের জন্য ছড়ার নোংরা জল ব্যবহার করতে হচ্ছে আর এতে শিশুদের নানা রোগ হওয়ার সম্ভাবনাও বেশি। স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানানোর পর সেখান থেকে বলে দেওয়া হয় পাইপলাইন মেরামত করবে কাজের ঠিকাদার কিন্তু ঠিকাদারকে বললে তিনি বলেন ডিডাব্লিউএস দপ্তর পাইপ লাইন মেরামত করবে এই টানাপূরণের জন্য গত একমাস ধরে এলাকাবাসীরা পানীয় জল থেকে বঞ্চিত। এলাকার সাধারণ মানুষের যত কষ্টই হোক না কেন তাতে যেন কিছুই যায় আসে না কাজের ঠিকাদার সহ সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের যার ফলে একমাস ধরে পশ্চিম কাঞ্চনমালা এলাকার সাধারণ মানুষের একমাস ধরে এই দুর্দশা। বিষয়টি ইতিমধ্যে এলাকাবাসীদের তরফ থেকে জানানো হয়েছে ডুকলী আর ডি ব্লকের ভিডিওকেও। অবশেষে বাধ্য হয়ে শনিবার বিকেলে ভুক্তভোগী এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আবারো তাদের এই পানীয় জলের তীব্র সংকটের কথা জানিয়েছেন এবং দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন তাদের জন্য পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়