জাতীয় সড়কের উপর TSR বাহিনীর এক জওয়ানের টুপি গড়িয়ে পড়ে যায়। ঘটনাটি দেখতে পান চড়িলাম নিবাসী জ্যোতির্ময় সাহা। সঙ্গে সঙ্গে তিনি বাইক থামিয়ে টুপিটি কুড়িয়ে নেন।
এরপর জ্যোতির্ময় সাহা টুপিটি বিশালগড় থানায় এসে উপস্থিত TSR বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন। TSR বাহিনী তাঁকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
সংবাদ মাধ্যমে জ্যোতির্ময় সাহা জানান—“আমি টুপিটি রাস্তায় পড়ে থাকতে দেখে বুঝতে পারি, যদি কোনও গাড়ি বা পথচারী এর উপর দিয়ে চলে যায়, তাহলে গর্বের বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে। তাই আমি নিজ হাতে সেটি তুলে TSR জওয়ানদের কাছে পৌঁছে দিয়েছি।”
TSR বাহিনীর জওয়ানের টুপির সম্মান রক্ষার এই মানবিক উদ্যোগে গর্বিত গোটা এলাকাবাসী।