গভীর রাতে উদয়পুর খিলপাড়া বাজার সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা। রাত প্রায় এগারোটা ত্রিশ মিনিট নাগাদ ধরা পড়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ।
স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের মধ্যেই সাপ ধরার কাজে নামেন এলাকারই এক যুবক দীপ্তনু। উল্লেখ্য, দীপ্তনু দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে সাপ উদ্ধার এবং বাঁচানোর কাজে যুক্ত। তাঁর তৎপরতা ও সাহসিকতার জন্যই এদিন অজগরটিকে কোনো ক্ষতি না করেই নিরাপদে ধরা সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ থেকে ৯ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজির মতো। দীপ্তনুর অনুমান, সাপটির বয়স চার থেকে পাঁচ বছরের মধ্যে।
ঘটনার সময় বাজার ও আশপাশের এলাকায় ভিড় জমে যায়। অনেকেই মোবাইল ক্যামেরায় এই দৃশ্য বন্দি করেন। দীপ্তনু জানান, বন দপ্তরের উদয়পুর রেঞ্জ অফিসে অজগরটিকে হস্তান্তর করা হবে, যাতে সেটিকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া যায়।
এই ঘটনাকে ঘিরে এলাকায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে দীপ্তনুর সাহসিকতা ও প্রাণ বাঁচানোর কাজের প্রশংসা করেছেন এলাকাবাসী।
বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার উদয়পুর খিলপাড়া
Leave a Comment