পাশবিক লালসার শিকার এক বৃদ্ধ মহিলা, থানায় মামলা, গ্রেপ্তার অভিযুক্ত।
নির্জনতার সুযোগে ঘরে প্রবেশ করে বলাৎকার এক ৫৭ বছর বয়সী বৃদ্ধ মহিলার। ছেলের অনুপস্থিতিতে ঘটে এই নারকীয় ঘটনা। ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানাধীন দক্ষিণ গঙ্গানগর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে রামু কেওয়াট (৩৬) পিতা রাজু কেওয়াট দক্ষিণ গঙ্গানগর গ্রামের বাসিন্দা, একই পাড়ার সুদীপ ভূমিজ নামের এক যুবকের কাছে ত্রিশ হাজার টাকার বিনিময়ে তার গাড়ি বন্ধক রাখে। বৃদ্ধা মহিলা জানিয়েছেন গতকাল দুপুরে উনার ছেলে সুদীপ মাকে বাড়িতে একা রেখে স্ত্রীকে আনার জন্য চলে যায় কৈলাশহর শ্বশুর বাড়িতে। রাতেও সে বাড়িতে আসেনি। তখন শনিবার ঠিক রাত আটটা নাগাদ রামু কেওয়াট আসে বৃদ্ধ মহিলার বাড়িতে। সে মহিলাকে বলে এক গ্লাস জল দেওয়ার জন্য। বৃদ্ধা জল নিয়ে আসতেই সে ঝাঁপটে পড়ে মহিলার উপর। তখন বৃদ্ধ মহিলা চিৎকার চেঁচামেচি করলে উনার গলা টিপে ধরে হুমকি দেয় রামু, চিৎকার দিলে মেরে ফেলবো। পরবর্তী সময়ে জোর জবরদস্তি করে সে মহিলাকে বলাৎকার করে বলে অভিযোগ। পরে রাত ১১ টা নাগাদ সে বাড়ি থেকে যাওয়ার পর মহিলা ঘটনাটি উনার ছেলেকে জানালে ঘটনার বিবরণ জানিয়ে রাতেই রামু কেওয়াটের বিরুদ্ধে মামলা রুজু করা হয় বাগবাসা থানায়। মামলা হাতে পেয়ে তৎক্ষণাৎ ওসি পার্থ দেব উনার দল বল নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে একটি ধর্ষণের মামলার অজু করে শনিবার সকাল ১০ ঘটিকায় অভিযুক্তকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুপর্দ করা হয়। বর্তমানে মহিলার চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। এমন একটি নারকীয় ঘটনায় গোটা জেলা জুড়ে ছিঁছি রব পড়েছে এবং অভিযুক্তকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি করছেন সচেতন মহল।
Leave a comment