রাতের শহরে অসংলগ্ন অবস্থায় পুলিশের হাতে আটক এক মহিলা সহ তিন যুবক!অসংলগ্ন অবস্থায় শহরের হেরিটেজ পার্কের সামনে থেকে এক মহিলা সহ তিন যুবককে আটক করা হয় । রাতের শহরে অসংলগ্ন অবস্থায় পুলিশের হাতে আটক এক মহিলা সহ তিন যুবক। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে দাবি উঠেছে সচেতন হোক সমাজ।সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে রাজধানীর অন্যতম হাইপ্রোফাইল এলাকা হিসেবে পরিচিত হেরিটেজ পার্কের সামনে গতকাল রাতে কোন একটা গাড়িতে এক মহিলা সহ তিন যুবক অসংলগ্ন অবস্থায় ছিলেন, দীর্ঘক্ষণ ধরে তাদের এই উশৃঙ্খল আচরণ চলতে থাকার পর স্থানীয় মানুষেরা বাধ্য হয়ে খবর দেন নিকটবর্তী পুলিশ স্টেশনে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে এসে অসংলগ্ন অবস্থায় থাকা মহিলা সহ তিনজন পুরুষকে আটক করে/ জানা গেছে তাদের বাড়ি জিরানিয়ার দাসপাড়া এলাকাতে।গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও গাড়িতে থাকা মহিলা এবং যুবকেরা তারা কোন প্রকারের অসংলগ্ন কাজ করছিল অস্বীকার করেছে তবে পুলিশের বক্তব্য হচ্ছে তাদেরকে যখন আটক করা হয়েছে তখন তারা আপত্তিকর অবস্থায় ছিল এবং গাড়ির মধ্যে প্রকাশ্যে মদ এবং মাংস খাচ্ছিল। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আইন কি ব্যবস্থা গ্রহণ করবে তা সময় বলবে তবে যেভাবে আমাদের সমাজ ক্রমান্বয়ে উশৃঙ্খলতা হচ্ছে তার নীরিকে সঠিক এবং সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে দাবি উঠছে।