দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ট উৎসব এই দিন গুলোতে উৎসবের আনন্দে মেতে থাকে গোটা বাঙালি সমাজ । এখন বর্তমানে জাতি ধৰ্ম বর্ণ নির্বিশেষে এই দূর্গা পূজায় মেতে থাকে সমগ্র রাজ্যের মানুষ। বাঙালিদের পাশাপাশি উপজাতি অংশের মানুষ এই দূর্গা পূজার আয়োজন করে থাকে।
প্রতি বছরের ন্যায় এই বছর ও আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পুজোর আয়োজন করা হয় , এই পূজা দেখার জন্য পরিলক্ষিত হয় উপচে পড়া ভিড়। হাজার হাজার দর্শনার্থীরা কুমারী পূজা দেখার জন্য আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
জানা যায় শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত রয়েছে, বানাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায়, স্বর্গ এর বিপন্ন দেবতা গণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবতা গণের আবেদনে সাড়া দিযে় দেবীর পুনর্জন্মে কুমারীরূপে বানাসুরকে বধ করে ছিলেন । এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভার সদস্য রাজীব ভট্টাচায্য মহাশয় ও উনার সহধর্মিনী।