বাসন্তী পূজার মহা অষ্টমীর পুণ্য তিথিতে আজ আগরতলার আনন্দময়ী কালিবাড়িতে ধর্মীয় নিষ্ঠার সঙ্গে কুমারী পূজার আয়োজন করা হয়।
দেবী দুর্গার এক জীবন্ত প্রতিমারূপে কুমারী বালিকাকে পূজা করা হয় এই আচার অনুযায়ী।আনন্দময়ী কালিবাড়ির পুরোহিত জানান, এই ঐতিহ্যিক কুমারী পূজার সূচনা মূলত ১৯৯৭ সালে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের আদর্শে শুরু হয়। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পূজার প্রচলন করেন স্বামীজী। সেই পথ অনুসরণ করে আমরা বাসন্তী পূজাতেও এই আয়োজন করি।”তিনি আরও জানান, “নারীশক্তিকে জাগ্রত করার উদ্দেশ্যেই এই পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। নারীকে দেবীরূপে সম্মান জানিয়ে সমাজে তার গুরুত্ব প্রতিষ্ঠা করাই এই রীতির মূল মর্ম।”আজকের এই পূজা উপলক্ষে সকাল থেকেই কালিবাড়িতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষ অঞ্জলি ও পুজোয় অংশ নিয়ে দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন। বালিকাকে নতুন পোশাকে সাজিয়ে দেবীরূপে উপস্থাপন করা হয় এবং তাঁর পা ধুয়ে, চরণে চন্দন, সিঁদুর ও ফুল নিবেদন করে পূজা সম্পন্ন হয়।ভক্তদের মতে, “এই পূজা আমাদের মনে করিয়ে দেয় যে নারী মানেই শক্তি, নারী মানেসৃষ্টি।”
Leave a comment