৫০০০ টাকার লোভ দেখিয়ে ২২০০০ টাকা হাতিয়ে অনলাইন প্রতারক, অসহায় গৃহবধূ থানায় দারস্ত কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু, ভারত সরকার প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তির মধ্যে দিয়ে সাইবার ক্রাইম এর হাত থেকে ভারতের জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তথাপিও সে সমস্ত প্রচেষ্টার ফলেও লোভে পড়ে একাংশ জনগণ সাইবার কাইমের প্রতারণার স্বীকার হচ্ছেন। সাইবার ক্রাইমের অনলাইন প্রতারণা শিকার দক্ষিণ চড়িলাম কৃষ্ণ সংঘ এলাকার গৃহবধূ মহামায়া আচার্য। বুধবার রাতে দক্ষিণ চরিলাম কৃষ্ণ সংঘ এলাকার রাজু আচার্যের স্ত্রী মহামায়া আচার্যকে ফোন করে সাইবার ক্রাইম প্রতারকের একদিন ফোন করে বলেন উনার গুগল প্লে ৫০০০ টাকা লটারি লেগেছে।সেই টাকা ওনাকে পেতে হলে কিছু প্রসেস করতে হবে। ৫০০০ টাকার লুভে সার্ভার ক্রাইম প্রতারকের টিম যেভাবে মহামায়া আচার্যকে বলেছেন ঠিক সেভাবে উনি ওটিপি পর্যন্ত দিয়ে দেন সঙ্গে সঙ্গে উনার উজ্জীবন একাউন্ট থেকে ২২ হাজার টাকা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে হাতিয়া নাই প্রতারকের টিম। অবশেষে সে টাকা ফিরে পেতে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানায় দারস্ত হয় অসহায় মহামায়া আচার্য সহ উনার স্বামী রাজু আচার্য। বর্তমানে প্রত্যেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার পূর্বে ভারত সরকার সকলকে সচেতন করার লোককে সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে ভয়েজর মধ্যে দিয়ে সতর্ক করছেন। কিন্তু তা তো সতর্ক হলেন না মহামায়া আচার্য। সাইবার ক্রাইমের প্রতারকের খপরে পড়ে খোয়ালেন ২২০০০ টাকা। ছেলের ওইটা অনুষ্ঠানের জন্য বিশালগড় উজ্জীবন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন গৃহবধূ মহামায়া আচার্য। লোনের টাকা যেদিন একাউন্টে আসে তার দুদিন পরেই ঘটে উনার সাথে এই ঘটনা