বুধবার গোমতী জিলা পরিষদের নব নির্বাচিত সদস্য সদস্যরা শপথ গ্রহণ করলেন। উদয়পুর রাজর্ষি অডিটোরিয়াম হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের ১৩টি আসনের নব নির্বাচিত সদস্য সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।
জিলা পরিষদের সদস্য সদস্যা হিসেবে প্রথমে নবনির্বাচিত সকল সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রসুন দে। শপথ বাক্য শেষে ১৩ জন সদস্য সদস্যা তাদের প্রথমে আলোচনা সভার মাধ্যমে জেলা সভাধিপতি হিসেবে নির্বাচিত করেন দেবল দেবরায় কে এবং সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করেন সুজন কুমার সেন কে।
পরবর্তী সময় সভাধিপতি এবং সহকারি সভাধিপতিকে শপথ বাক্য পাঠ করান আর ডি পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি সন্দীপ আর রাঠোর। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা তড়িৎ কান্তি চাকমা, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, আর ডি পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি সন্দ্বীপ আর রাঠোর , পঞ্চায়েত ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রসূন দে সহ অন্যান্য। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন জনগণের জন্য গোমতী জিলা পরিষদের সদস্য ও সদস্যাগণ কাজ করে যাবেন। সরকারি প্রকল্প গুলি সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষে উনারা কাজ করবেন। পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করার জন্য সমাজের সকল অংশের মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান রাখেন।