আমার আনন্দ যেন না হয় কারো নিরানন্দের কারণ।
শান্তি সম্প্রীতি বজায় রেখে যেন সম্পন্ন হয় শারদ উৎসব, চাঁদা আদায়ে কোন ধরনের জোর জবরদস্তি করা যাবে না, পুলিশ প্রশাসনের নজরে এলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনই বার্তা দিতে আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে বিলোনিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বৈঠক। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে। মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের পৌরহিত্যে হয় এই দিনের সভা । সাথে ছিলেন বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে ও ইন্সপেক্টর সঞ্জীব দেববর্মা। এই দিনের বৈঠকটি হয় বিলোনিয়া থানা এলাকার প্রায় ৩৩ টি বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে। অতি সম্প্রীতি ঘটে যাওয়া বন্যায় সার্বিক ক্ষতির কথা মাথায় রেখে, মানুষ এমনিতেই সর্বস্বান্ত এবং দিশেহারা,পূজা করতে হলে কি কি শর্তাবলী মানতে হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই দিনের আয়োজিত বৈঠকে। উপস্থিত ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে পূজার বিষয় নিয়ে মতামত গ্ৰহন করার পাশাপাশি আসন্ন দূর্গা পূজা যাতে শান্তিপূর্ণ ভাবে যাতে সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করেন ক্লাব ও সংস্থার কর্তৃপক্ষেরা, এই আহ্বান রাখেন মহাকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস।

আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের পুরোহিত্তে সভা অনুষ্ঠিত ।
Leave a Comment