শনিবার দুপুর একটার দিকে যাত্রাপুর থানার পুলিশ থলি বাড়ি শিবু পালের বাড়ি থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি প্রায় ১৭৭ কেজি শুকনো গাজা উদ্ধার করে!
ঘটনার বিবরণে জানা যায় পুলিশ সূত্রে, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা বিভাগ ও যাত্রাপুর থানার পুলিশ এবং এস টি এফ যৌথভাবে অভিযান চালানো হয়।
তবে নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন।
সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসার যেমন, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, অমরকিশোর দেববর্মা, রুমি আক্তার সহ অন্যান্য টিএসআর স্টাফ সহ এক বিশাল বাহিনী।
থলি বাড়িতে গিয়ে বাড়ির মালিক শিবু পালকে পাওয়া যায়নি। বাড়িতে ছিল একজন বৃদ্ধ মহিলা যার বয়স ৭৯ বছর। অন্যান্য পুরুষ যারা ছিল পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যায় বাড়ি থেকে।
বাড়ির বসত ঘরের চতুর্দিকে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম ভতি শুকনো গাজা গুলি পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।
একান্ত সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দিতে গিয়ে থানার সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত বিস্তারিত ভাবে জানাতে গিয়ে বলেন এটা একটা সফলতাই ভলা চলে।
কারণ সম্পর্কে তিনি বলেন, মাটি খুঁড়ে গ্রামগুলি উদ্ধার করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় অতিবাহিত হয়। কিন্তু আশেপাশের মানুষ বা কোনরকম বাধা বিঘ্ন ঘটেনি। নির্বিঘ্নে মালামাল গুলি থানায় নিয়ে আসা হয়।
তবে, শুকনো গাজা মজুমদারকে এন ডি পি এস ধারায় তার বিরুদ্ধে মামলা রেজিস্টার করা হয়েছে বলে জানান সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত। তিনি আরো জানান তাকে অতি দ্রুত ঝালে তোলার জন্য পুলিশ নাকি নানাভাবে তদন্তে নেমে পড়েছেন। এমনটাই জানা গেল যাত্রাপুর থানার পুলিশ সূত্রে।