📰 বাম যুবনেতাদের তীব্র আক্রমণ সুশান্ত দেবের: “তারা যুব সমাজের জন্য কিছুই করেনি!”
আগরতলা, ১০ এপ্রিল — রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়াল যুব মোর্চার সভাপতির বিস্ফোরক মন্তব্যে। বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সরাসরি আক্রমণ করলেন বামফ্রন্টের যুবনেতাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, “বামফ্রন্টের যুব সংগঠন শুধুমাত্র রাজনীতির নামে নাটক করে গেছে, কিন্তু রাজ্যের যুবকদের জন্য কোনো বাস্তব কাজ করেনি।”
এক সাংবাদিক সম্মেলনে সুশান্ত দেব বলেন,
“যুব সমাজকে বেকারত্ব, নেশার কবল থেকে বের করে আনার জন্য বিজেপি সরকার নানান প্রকল্প এনেছে। অথচ যারা বছরের পর বছর যুব সংগঠনের নেতৃত্বে ছিল, তারা শুধু ভাষণ দিয়েছে, কিন্তু কাজ কিছুই করেনি।”
তিনি আরও যোগ করেন, “যারা আজ আমাদের দিকে আঙুল তুলছে, তাদের আমলেই রাজ্যের যুবকরা দিকহারা হয়েছিল। এখন উন্নয়নের সময়, নাটক নয়।”
সুশান্ত দেবের এই মন্তব্য ঘিরে বামপন্থী যুব সংগঠনের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনো বাম নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনীতির ময়দানে এই বাকযুদ্ধ আরও কতটা তীব্র হবে, তা সময়ই বলবে।