পুজোর আগে ধান বিক্রির টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিপাহীজলা জেলার পাঠালিয়া ঘাট ভিলেজের খেংরা বাড়ী এলাকার কৃষক সেবব্রত দেববর্মা। তিনি একই সঙ্গে জেলা শিক্ষা আধিকারিক অফিসের বড়বাবু হিসেবেও কর্মরত।
জানা গেছে, গত ১৬ই আগস্ট তিনি প্রায় ৪৩ মন (১৮০০ কেজি) ধান সরকারকে বিক্রি করেছিলেন। যার সরকার নির্ধারিত মূল্য প্রায় ৪০ হাজার টাকা। তবে চল্লিশ দিন অতিক্রান্ত হলেও সেই টাকা এখনো তার হাতে পৌঁছায়নি।
শুক্রবার দুপুরে সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক দপ্তরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দেন। বিশেষ করে বিশালগড় মহকুমা শাসক দপ্তরের ফুড ইন্সপেক্টর নয়ন দাসের বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন।
সেবব্রত দেববর্মা জানান, তার প্রায় ১৬ কানি জমি রয়েছে এবং তিনি দেড় লক্ষ টাকা খরচ করে আবার নতুন করে ধান চাষ করেছেন। ধান বিক্রির টাকা না পাওয়ায় বর্তমানে তিনি বড় ধরনের আর্থিক সমস্যায় পড়েছেন।
তিনি রাজ্যের খাদ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন, যেন দ্রুত ব্যবস্থা নিয়ে পুজোর আগে ধান বিক্রির অর্থপ্রদান করা হয়।