রামনগর রামঠাকুর মন্দিরের উদ্যোগে এক অনন্য বস্ত্র দান কর্মসূচির আয়োজন করা হয়। শ্রী শ্রী রাম ঠাকুরের ভক্তরা সারা বছর ধরে যে বস্ত্র দান করেন, সেই সংগৃহীত বস্ত্র এদিন গরিব ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র সহ মন্দির কমিটির সদস্য ও অসংখ্য ভক্ত। দানকৃত বস্ত্র পেয়ে এলাকার গরিব মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
মেয়র তাঁর বক্তব্যে জানান—এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজের প্রকৃত মানবিক চেতনা জাগ্রত করে। একইসাথে তিনি রামঠাকুর মন্দির কমিটির ভক্তদের ধন্যবাদ জানান এই মহান কাজের জন্য।
মন্দিরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি পালন করা হয় যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষরা কিছুটা হলেও উপকৃত হতে পারেন।
এই বস্ত্র দান কর্মসূচি শুধু দুঃস্থ মানুষের প্রয়োজন মেটায় না, বরং ভক্তদের মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।