এক আনন্দঘন পরিবেশে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো অফার বন্টন অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার উপস্থিতিতে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং লাইব্রেরিয়ান পদে নবনিযুক্তদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দিনটিকে “গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক” বলে বর্ণনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্তরা আগামী দিনে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে নিজেদের কাজের মাধ্যমে রাজ্যের উন্নয়নে অবদান রাখবেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার পরিকল্পনা মাফিক বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।