📰 সিমনায় বিজেপি নেতা বিনোদ দেব্বর্মার গাড়িতে দুষ্কৃতী হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন
সিমনা, ২৯ এপ্রিল:
সিমনায় ফের রাজনৈতিক হিংসার ঘটনা! সোমবার গভীর রাতে ১ নম্বর সিমনার তরুণ বিজেপি নেতা এবং ২০২৩ বিধানসভা নির্বাচনে সিমনার বিজেপি প্রার্থী বিনোদ দেব্বর্মার গাড়িতে ব্যাপক হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে হেজামারা বাজার এলাকায়, তাঁর নিজ বাড়ির সামনে।
ঘটনার সময় গাড়িটি (নম্বর: TR-03-BL-0303) বাড়ির বাইরে রাখা ছিল এবং ভিতরে কেউ ছিলেন না। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি এবং তার পরিবার। দুষ্কৃতীরা গভীর রাতে এই আক্রমণ চালায় বলে অভিযোগ।
বিনোদ দেব্বর্মা সংবাদমাধ্যমকে জানান, ঘটনার খবর রাজ্য বিজেপি সভাপতিকেও জানানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান সময়ে আই.পি.এফ.টি এবং তিপ্রা মথা সরকারে অংশীদার হয়েও কেন এই ধরনের হামলা ঘটল, তা তাঁর বোধগম্য নয়।
এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।