📰 ত্রিপুরায় সংবিধান রক্ষার দাবিতে কংগ্রেসের রেলি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
আগরতলা, ২৯ এপ্রিল:
সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খর্গে-র নির্দেশে দেশজুড়ে সংবিধান বাঁচানোর আহ্বান জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগরতলায় একটি রেলি আয়োজন করে। আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ইনকাম ট্যাক্স অফিসের দিকে অগ্রসর হচ্ছিল। তবে ইনকাম ট্যাক্স অফিসে পৌঁছানোর আগেই পুলিশ রেলি আটকায়, এবং পরবর্তীতে কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, এবং বিভিন্ন প্রদেশ, জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা। অগণিত কংগ্রেস কর্মী-সমর্থক এই রেলিতে অংশগ্রহণ করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বর্তমান সময়কালে বিজেপির নেতৃত্বাধীন সরকার সংবিধানের উপর ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। সংবিধানের গরিমা ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় কংগ্রেস মাঠে রয়েছে—এ কথা দৃপ্ত কণ্ঠে জানান তিনি। পাশাপাশি তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলির সমালোচনাও করেন।
আজকের এই রেলি থেকে সংবিধান রক্ষা ও স্বৈরতান্ত্রিক নীতির বিরোধিতায় ত্রিপুরা কংগ্রেস যে সোচ্চার ভূমিকা নিচ্ছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।