নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ৯ই সেপ্টেম্বর ২০২৫ : তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশুবিহার এলাকায় রবিবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
রতন দেবনাথ (ভক্ত) নামের বছর ২৮-এর এক যুবক গলায় গামছা পেঁচিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে তাঁর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরবর্তী এক নির্জন স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতন পেশায় একজন টমটম চালক। রবিবার সন্ধ্যায় তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ হয় বলে প্রতিবেশীরা জানান। ঘটনার সময় রতনের মা ও বাবা বাড়িতে ছিলেন না, তারা তাদের কোন এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
রাত গভীর হলে এলাকাবাসীরা ওই নির্জন স্থানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রতনের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়, এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এই ঘটনার পর করইলং শিশুবিহার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।