শুক্রবার উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে বারোটি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণের প্রকল্পের জন্য ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদে চেয়ারম্যান শীতল মজুমদার সহ আরবান ডেভেলপমেন্ট দফতরের অধিকর্তা রজত পনত, দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজকে ১২ টি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক ঋণ সহায়তায় ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় 12 টি শহরের পানীয় জলের ব্যবস্থার উন্নতিকরণ, রাস্তাঘাট নির্মাণ এবং নিকাশী ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১২ টি শহর হল খোয়াই, মোহনপুর, রানির বাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাস শহর, কুমারঘাট ও আমবাসা। এই প্রকল্পের আওতায় মোট চারটি শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাকি আটটি শহরে ডিপ টিউবয়েল স্থাপন এবং ১৮ টি আয়রন রিমুবল প্লান্ট এর মাধ্যমে পরিস্রুত পানীয় জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন বারটি শহরের নগর উন্নয়ন দপ্তরের জন্য মোট ৫৩০ কোটি টাকা অনুদান করা হয়েছে এর মধ্যে প্রথম পর্যায়ে এডিবি পক্ষ থেকে এই বারটি শহরের জল সরবরাহ ব্যবস্থার উন্নতি সাধনের জন্য সর্বমোট ৩৩০ কোটি টাকার অনুদান পাওয়া গেছে এই আর্থিক সহায়তার মাধ্যমে বারোটি শহরে জল সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের কাজ আগামী ৩৬ মাস সময় কালের মধ্যে শেষ করা হবে এবং এর মাধ্যমে প্রায় ৭৫ হাজার পরিবার উপকৃত হবে এবং এদের প্রত্যেকের বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হবে বলে জানান। এই পার্টি শহরে মোট ১৮ কিলোমিটার রাস্তা এবং ৪৮ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ ও হাতে নেওয়া হবে। ১২ টি শহরকে মোট তিনটি ক্লাস্টারে ভাগ করে প্রকল্প রূপায়ণের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই তিনটি শহর হল আগরতলা, উদয়পুর এবং কুমারঘাট। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে বারোটি শহরের পুরো নাগরিকদের দৈনন্দিন নগর জীবনের যথেষ্ট উন্নতি সাধন হবে এই প্রকল্পের মাধ্যমে। এইজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।