নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ই সেপ্টেম্বর ২০২৫ : ফটিকরায় মদ বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূর উপর নৃশংস হামলা, চাঞ্চল্য এলাকায়
বিস্তারিত সংবাদ:
ফটিকরায় থানাধীন তরুণীনগর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে ঘটলো এক নৃশংস মারধরের ঘটনা। এলাকায় স্কুলের পাশে দেদার মদ বিক্রি বন্ধের দাবি জানানোয় প্রাণঘাতী হামলার শিকার হলেন গৃহবধূ অঞ্জু মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মদ বিক্রির প্রতিবাদ করার পর অঞ্জু মজুমদারের উপর চড়াও হয় কথিত মদ ব্যবসায়ী বিপ্লব মজুমদার, তার স্ত্রী রিনা মজুমদার ও ছেলে পঙ্কজ মজুমদার। অভিযোগ অনুযায়ী, তাঁকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে বাঁশ দিয়ে প্রহার করা হয়। এমনকি তাঁর অষ্টম শ্রেণির কন্যাকেও আঘাত করা হয়েছে।
গুরুতর জখম অবস্থায় অঞ্জু মজুমদারকে প্রথমে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে কৈলাসহর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঘটনার সময় তাঁর স্বামী হরিপদ মজুমদার বাড়িতে ছিলেন না; জীবিকার তাগিদে তিনি আগরতলায় রাজমিস্ত্রির কাজ করেন।
এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—ঘটনার এতক্ষণ পরেও কেন পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।