নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ৩রা সেপ্টেম্বর ২০২৫ ইং : দক্ষিণ জেলার সদর শহর বিলোনিয়ায় এক বিশেষ কর্মসূচিতে যোগ দিলেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জি । বুধবার সকাল সাড়ে এগারোটার সময় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে বেটি বাঁচাও, বেটি পড়াও বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই কর্মসূচি আয়োজিত হয় দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায়। অনুষ্ঠানে রাজ্যপালকে উত্তরীয় ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর অতিথিদের একে একে বরণ করার পর রাজ্যপাল একটি চারা গাছে জল সিঞ্চন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যের পর একে একে মঞ্চে বক্তব্য রাখেন জেলা শাসক হেমন্ত দেববর্মা, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া এবং রাজ্যের প্রথম জনজাতি মহিলা বাণিজ্যিক পাইলট ক্যাপ্টেন ববি আজমিরা। তাঁদের বক্তব্যে উঠে আসে নারী শিক্ষার গুরুত্ব, সমাজে নারীর মর্যাদা ও আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা।
এরপর রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কন্যা সন্তানদের সুরক্ষা ও শিক্ষার প্রসারে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনার পর বিশেষ কৃতিত্বের জন্য জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল। অনুষ্ঠানের শেষ ভাগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, বিধায়ক প্রমোদ রিয়াং ও বিধায়িকা স্বপ্না মজুমদার সহ বিশিষ্টজনেরা।
এই কর্মসূচি শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, বরং সমাজে কন্যাশিশুর শিক্ষা ও সুরক্ষার প্রতি মানুষের মানসিকতা পরিবর্তনের প্রয়াস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।