বেহাল রাস্তার সংস্কার নেই ! তার মধ্যে আবার সেই রাস্তা দিয়েই চলাচল করছে ONGC’র ভারী যানবাহন। তার প্রতিবাদে সড়ক অবরোধ করলো ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া বাড়ি ভিলেজের মানুষ।
ঋষ্যমুখ ব্লক এলাকার অন্তর্গত কৈলাসনগর এডিসি ভিলেজের কাঁঠালিয়া বাড়ি এলাকায় রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তার কারণে কষ্ট ভোগ করতে হচ্ছে। ঋষ্যমুখ থেকে কাঁঠালিয়া বাড়ি হয়ে সাব্রুম মহকুমার সাতচাঁদ যাওয়ার রাস্তা এটি। কাঁঠালিয়া বাড়ি থেকে ঋষ্যমুখ প্রায় পাঁচ কিলোমিটার এবং সাতচাঁদ প্রায় ৭ কিলোমিটার। মাঝামাঝি ৭ কিলোমিটারেরও বেশি রাস্তা খুবই খারাপ। দীর্ঘ ১০ বছর ধরে এই রাস্তায় কোন কাজ হয়নি।
এরই মধ্যে ওএনজিসি এর বড় বড় গাড়ি যাতায়াতের কারণে রাস্তার দশা আরো বেহাল হয়েছে। ব্ল্যাক কার পেটিং করে রাস্তা থাকলেও বর্তমানে তার কোন অস্তিত্বই নেই। ইতিমধ্যে বর্তমান সরকার এ রাস্তাটি পুনরনির্মাণ কাজে নেমেছে। প্রায় ৫ কিলোমিটার রাস্তার কাজ হয়ে গেলেও আরো প্রায় আড়াই মিটারের মত রাতটা এখনো যথেষ্ট খারাপ রয়েছে। তাই এলাকাবাসী আজ রাস্তা অবরোধ করে। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলতে থাকলেও প্রশাসনের কেউই যায়নি শুধুমাত্র পুলিশ ঘটনাস্থলে গেছে।
এদের মধ্যে আজ থেকে বেহাল রাস্তার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। এলাকাবাসীর দাবি একটাই রাস্তা যাতায়াতের উপযোগী করে দেওয়া। দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার কোমল কান্তি সেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে জানান রাস্তার কাজ আজ থেকেই শুরু হয়ে গেছে তিন চার দিনের মধ্যে যাতায়াতের উপযোগী করে তোলা হবে এবং খুব দ্রুত এই রাস্তা ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজ শুরু হয়েছে তা শুনে এলাকাবাসী পথ অবরোধ তুলে নেয়।