রাজ্যের যুবসমাজের জন্য আরও এক সুখবর।
রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের এক নম্বর হলে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট ৪৭৯ জন নবনিযুক্ত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রাজ্যের সমাজ শিক্ষা দপ্তরে চাকরি পেলেন ১২৬ জন, পিডব্লিউডিতে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে চাকরি পেলেন ১৯৭ জন এবং স্টেট কো-অপারেটিভ ব্যাংকে চাকরি পেলেন ১৫৬ জন—এভাবে বিভিন্ন দপ্তরে মোট ৪৭৯ জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয় আজ । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, শুক্লাচরণ নোয়াতিয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি গন ।
নিজের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নবনিযুক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সততা ও নিষ্ঠার সঙ্গে ভবিষ্যতে কাজ করার আহ্বান জানান। তিনি জান, রাজ্য সরকার নিয়মিতভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সচেষ্ট। যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ সৃষ্টিই আমাদের অগ্রাধিকার।”
এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকা যুবক-যুবতীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস এবং আশার আলো। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।