কৌশিক ও রামানন্দের যুগলবন্দী “চায়ে গ্রামের” উদ্ভোধন করলেন বিধায়ক সুশান্ত দেব আত্মনির্ভর সমাজ গড়া, নিজেকে আত্মনির্ভর করলেই সেটা সম্ভব। নিজে আত্মনির্ভর হয়ে সমাজকে দেখিয়ে দিতে হবে কিভাবে আত্মনির্ভর হতে হয় ঠিক এমন বার্তা দিলেন আজ বিশালগড় সৎ সৎসঙ্গ আশ্রম সংলগ্ন দুই যুবক কৌশিক ও রামানন্দ। চায়ে ঘর নামে একটি আধুনিক চায়ের স্টল খুলে নিজেরা আত্মনির্ভর হয়ে সমাজকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিল তাদের এই চায়ের স্টল উদ্বোধন করলেন বিশালগড়ের তরুণ তুর্কী বিধায়ক সুশান্ত দেব উৎসাহিত করলেন দুই যুবককে পাশাপাশি সমগ্র সমাজকে সমাজের যুবক যুবতীদের বার্তা দিলেন বিধায়ক আত্মনির্ভর হয়ে নিজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলার জন্য। বিধায়ক আরো বলেন তাদের এই প্রয়াস তাদেরকে সফলতা এনে দেবে এবং তারা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আত্মনির্ভরতার জন্য কাজ করতে হয়। আর এভাবেই স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছানো যায়