ডি ওয়াই এফ এবং টি ওয়াই এফ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ঢালাও ঘরে চাকরি প্রদানের বিজ্ঞপ্তি বা প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার গঠিত হওয়ার পর থেকে প্রতিশ্রুতি পূরণ সরকার করছে না উল্টো দিনের পর দিন শুন্যপদ পূরণ করা হচ্ছে না এবং রাজ্যের মধ্যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে নিয়োগের ব্যাপারে ভাবতে হবে কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সংক্রান্ত দাবিসহ মোট তিন দফা দাবির ভিত্তিতে আজ বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ যৌথভাবে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এই পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে কথা বলার সময় প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয় এ রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও যুব জনদের বঞ্চনা করা হচ্ছে এবং দিনের পর দিন কর্মসংস্থানের প্রশ্নে সরকার নীরব ভূমিকা পালন করছে। এই জায়গায় দাঁড়িয়ে শূন্য পদ পূরণ করা সহ অবিলম্বে যাতে নতুনভাবে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে চাকরি প্রদান করা হয় সেই দাবী রাখা হয় আজকের এই কর্মসূচি থেকে।