দক্ষিণ জেলার বিলোনীয়া সার্কিট হাউসে শনিবার অনুষ্ঠিত হলো পঞ্চায়েত দপ্তরের বিশেষ পর্যালোচনা বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পঞ্চায়েত ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সহকারী সভাধিপতি, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
মন্ত্রী কিশোর বর্মন জানান, পঞ্চদশ অর্থ কমিশন, পিডিএফ ফান্ড এবং টাইড-আনটাইড ফান্ড থেকে যে অর্থ বরাদ্দ হয়, তা জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত স্তরে কতটা ব্যয় হয়েছে এবং কতটা এখনো অব্যয়িত রয়েছে—সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
পাশাপাশি নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ, প্রতিটি পঞ্চায়েত সমিতির জন্য হলঘর নির্মাণ, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ সহ নানা খাতে বরাদ্দ অর্থ সঠিক সময়ে ব্যয় হচ্ছে কিনা, তা নিয়েও পর্যালোচনা হবে।
মন্ত্রী জানান, অব্যয়িত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে লাগানোর পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
এদিনের বৈঠকে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।