৮ই সেপ্টেম্বর রোজ রবিবার সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরাম এর উদ্যোগে শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজের বীরেন্দ্র নগর, বরপতি রায়, এবং তইরুমা কোয়াইফাং অঞ্চলের শরণার্থী শিবিরের ৫০ টি পরিবার ও পশ্চিম চারাকবাই পঞ্চায়েতস্থিত অঙ্গনওয়ারি সেন্টারে (কুড়িপাড়া) ৩৯টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী এবং উপস্থিত বাকি লোকজনদের মধ্যে পুরাতন কাপড় বিতরণ করা হয় , তৎসঙ্গে পশ্চিম চারকবাই গ্রাম পঞ্চায়েতের অফিস কক্ষে সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় , উক্ত স্বাস্থ্য শিবিরে ১৯৭ জন লোক কে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে । উনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এছাড়াও সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের কর্ণধার সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান উনাদের এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।