টানা বর্ষারফলে গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়ায় মাটির ধ্বস পরে দুই পরিবারের ৭ জন প্রান হারায়। এইঘটনার পরবর্তীসময় সোমবার রাত্রি ৮ ঘটিকায় গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পারায় নিহতদের পরিবারের সঙ্গে দেখাকরলেন সাংসদ বিপ্লবকুমার দেব। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সরকারি সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সাংসদ বিপ্লব কুমার দেব জানান নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষথেকে ৪ লক্ষটাকা প্রদানকরাহবে ও ডিজেষ্টার মেনেজমেন্ট থেকে যাদের ঘর সম্পূর্ন নষ্টহয়েগেছে তাদেরকে ৯৫ হাজার টাকা প্রদানকরাহবে।