ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত আশ্রয় পেনশনার আবাসে দুর্নীতির অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, ইনচার্জ অনিতা সাহা, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী ও প্রীতিস দেবনাথ মানসিক নির্যাতন করছেন ও আর্থিক অনিয়ম করছেন। নিম্নমানের খাবার, অতিরিক্ত ভাড়া এবং অবিচারের প্রতিবাদে পেনশনাররা আন্দোলনে নামেন। বিস্তারিত জানালেন কমল রায়চৌধুরী ও শম্ভু ভট্টাচার্য।
প্রবীণদের উপর মানসিক নির্যাতনের অভিযোগ!!
ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ দপ্তরের পরিচালনার আশ্রয় পেনশনার আবাসে দুর্নীতিগ্রস্ত বাসা,এখানে থাকা বয়স্ক অভিভাবকরা অভিযোগ আশ্রয়ের যিনি ইনচার্জ অনিতা সাহা ও ধীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং প্রীতিস দেবনাথ সহ এখানকার কর্মীরা মিলে আশ্রয় পেনশনারদের বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করছে ম্যাচ বাবদ তাদের দেওয়া টাকা নয় ছয় করা হচ্ছে এবং তাদের উপরে ভাড়া বাবদ ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয় তাদের আর অভিযোগ তাদেরকে যে খাদ্য দেওয়া হয় সেটা অতি নিম্নমানের হয় , এই সব কিছু তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা তাদের পক্ষে অনেক কষ্টকর ,তাই কাল রাত্রে থেকে পেনশনার আবাসিক রা মিটিং করে , এবং তাদের দাবি দেওয়া ও এখানকার ইনচার্জ সহ সকলকে যতদিন না বদলি করা হয় এবং সুষ্ঠু কমিটি গঠন করে তদন্ত না করা হয় ততদিন তারা প্রতিদিন এভাবেই রাস্তার পাশে আন্দোলন চালিয়ে যাবে ,সেই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তাদের দুঃখের যন্ত্রণা তুলে ধরেন আবাসিকের পেনশনার কমল রায়চৌধুরী ও শম্ভু ভট্টাচার্য