নিশ্ছিদ্র ভয়-ভীতি হুমকি আর দীর্ঘদিনের বঞ্চনার অন্ধকার ভেঙে আশার আলোয় পা রাখলেন তীর্থ মনি রিয়াং পাড়ার ২১ জন ভোটার। ২৫ বছর সিপিআইএম-এর শাসনকালে যাঁরা তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত ছিলেন, আজ তাঁরা নতুন স্বপ্ন ও উন্নয়নের আশ্বাসে হাত মিলিয়েছেন বিজেপির সঙ্গে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইকর্মা এডিসি ভিলেজের এই রিয়াং অধ্যুষিত অঞ্চল থেকে মানুষজন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে বিজেপির পতাকা তুলে নেন। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী বিকাশ দেববর্মা, টি.এস.সি-র এমডিসি বিদ্যুৎ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং কৃষ্ণপুর মন্ডলের নেতৃবৃন্দ।