আমতলীতে নাবালিকা অপহরণ, অভিযুক্তের খোঁজে পুলিশ তৎপর
আমতলী থানার রানির খামার এলাকায় এক ১৬ বছরের নাবালিকা অপহরণের অভিযোগ উঠেছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই নাবালিকা একটি শিক্ষকের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। কিছুক্ষণ পর তার বাবার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অভিযোগ, ফোনে বলা হয় রানির খামার এলাকার অলক দাস ওরফে কাজল তাকে নিয়ে গিয়েছে এবং সে আর বাড়ি ফিরবে না।
পরিবারটি সঙ্গে সঙ্গে আমতলী থানায় মৌখিকভাবে বিষয়টি জানায়। পুলিশ অলক দাসের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে তার পরিবারকে সতর্ক করে। শুক্রবার সকালেও মেয়েটির কোনো খোঁজ না মেলায় থানায় লিখিতভাবে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।
এরপর পুলিশ অভিযানে নামে। আমতলী থানার পুলিশ, টিএসআর বাহিনী ও অফিসার শ্রাবন্তী সুস্মিতা দেবনাথ অভিযুক্তের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যার মধ্যে যেন অভিযুক্ত মেয়েটিকে নিয়ে থানায় আত্মসমর্পণ করে।