বাইক এবং পণ্য বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই ঘটনা সাব্রুম | জাতীয় সড়কে বাইক এবং পণ্য বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন দুই জন!
সাব্রুম শাস্ত্রী কলোনী ৮ নং জাতীয় সড়কের উপর বাইক ও বালগাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত দুই।সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনা ২৮ শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ ঘটিকায়।ঘটনাস্থলে সাব্রুম থানার পুলিশ।আজ সকালে রূপাইছড়ি এলাকার বাসিন্দা দুইজন নির্মান শ্রমিক TR08B 5121 নম্বরের একটি বাইকে করে সাব্রুমে কাজে আসছিলেন।আজ সকাল সাড়ে ৮ ঘটিকায় শাস্ত্রী কলোনী ৮ নং জাতীয় সড়কের উপর একটি মাল গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে বাইকে থাকা দুুইজন নির্মান শ্রমিক মারাত্মক আহত হয়।দুইজন নির্মান শ্রমিকের নাম সহদেব দাস (৪৮),আবরাই মগ(৩৯)।প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন।সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্হলে গিয়ে আহত দুই শ্রমিককে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহদেব দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন এবং আবরাই মগের চিকিৎসা চলছে সাব্রুম মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে এবং সাব্রুম মহকুমা হাসপাতালে সাব্রুম থানার পুলিশ গিয়ে দূর্ঘটনার তদন্ত শুরু করেন।