ঊনকোটি জেলা কংগ্রেসের সভা: ৩ মে কৈলাসহরে উপজাতি কংগ্রেসের সমাবেশের ঘোষণা
ঊনকোটি, ৩০ এপ্রিল: আগামী ৩ মে শনিবার কৈলাসহরের চিনিবাগান স্কুল মাঠে উপজাতি কংগ্রেসের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে—বুধবার এক বর্ধিত সভা শেষে এমনটাই জানালেন ঊনকোটি জেলা কংগ্রেসের প্রভাবশালী বিধায়ক বিরজিত সিনহা।
বুধবার দুপুরে তাঁর নিজ বাসভবনের কনফারেন্স হল ঘরে অনুষ্ঠিত হয় এই বর্ধিত সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মো: বদরুজ্জামান, নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, রুনু মিঞা, আশীষ সেনগুপ্ত, দ্বীপ সিনহা সহ অন্যান্য নেতারা। এছাড়া ছয়টি বিধানসভা কেন্দ্রের প্রথম সারির নেতারাও সভায় যোগ দেন।
সভার শুরুতেই পেহেলগাঁওয়ে নিহত পর্যটকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিধায়ক বিরজিত সিনহা জানান, সম্প্রতি গুজরাটে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস সম্মেলনে প্রতিটি জেলা কংগ্রেস কমিটিকে আন্দোলনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই নির্দেশ মোতাবেক এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি জানান:
-
৩ মে কৈলাসহরে উপজাতি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে।
-
“সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে আন্দোলন চলবে।
-
রাজ্যে উন্নয়ন পরিষদ (ডেভেলপমেন্ট কাউন্সিল) গঠনের দাবি জানানো হয়েছে।
-
এডিসি ভিলেজ কাউন্সিলের ভোট দ্রুত আয়োজনের দাবি করা হয়েছে।
-
কুমারঘাট এলাকায় সাব-ডিভিশনাল আদালত নির্মাণ ও ফটিকরায় ব্লক অফিস স্থাপনের দাবি তোলা হয়েছে।
বিধায়ক বিরজিত সিনহার অভিযোগ—সাব-ডিভিশনাল আদালত স্থাপন নিয়ে স্থানীয় এক মন্ত্রী ও অন্য এক বিধায়কের মধ্যে মতভেদ রয়েছে। তবে জেলা কংগ্রেসের দাবির জায়গা একটাই—কুমারঘাট এলাকাতেই আদালত স্থাপিত হোক।