রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ বছর বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয় উত্তর বিলোনিয়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে। শুক্রবার সকালে দক্ষিণ জেলা শাসক মহম্মদ সাজাদ পি আইপিএস, বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক পার্থ চৌধুরী, দক্ষিণ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান বাবুল দেব সহ অন্যান্য অতিথিদের উপস্থিতে সুচনা হয় ক্রিকেট টুর্নামেন্ট। অতিথিদের আলোচনা ও ক্রিকেট খেলোয়াড়দের পরিচিতি সহ করমর্দনের মধ্যে দিয়ে শুরু হয় রাজ্য ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। সোনামুড়া, গন্ডাছড়া এবং মোহনপুর ও বিশালগড় মোট চারটি দল এই টুর্নামেন্টে অংশ গ্ৰহন করবেন। শুক্রবার সকালে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্ৰহন করেন মোহনপুর বনাম বিশালগড় মহকুমায় । মোট পঁয়তাল্লিশ ওভারে খেলা। আগামী ১৩ই এপ্রিল ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্ৰহন করবে সোনামুড়া বনাম গন্ডাছড়া মহকুমা। সকলের সহযোগিতা কামনা করেছেন বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন