ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই উদয়পুর গকুলপুর বাজারের চারটি দোকান।
ওই ঘটনায় গকুলপুর বাজার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা দমকলকর্মীর। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টা নাগাদ উদয়পুর গকুলপুর বাজারের প্রাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান। যেখানে অবস্থিত ছিল হোমিওপ্যাথি চেম্বার, ডেকোরেটর বৈদ্যুতিক সরঞ্জামের, সবজির আরোদ্দার এবং পুস্তক লাইব্রেরি দোকান। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, রাত্রিবেলা আচমকাই হোমিওপ্যাথি চেম্বারের দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকলকর্মী জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন প্রথমে হোমিওপ্যাথলজি চেম্বারে দোকানে লাগলেও তা দ্রুত পাশের ডেকোরেটর, সবজি দোকান ও একটি পুস্তক লাইব্রেরী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন। তবুও দুঃখজনকভাবে চারটি দোকান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে যায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেলেও এই ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা এখন দিশেহারা। তাঁদের অনেকেরই সব সঞ্চয় বিনিয়োগ করা ছিল এই দোকানগুলিতে। আগুনে সব কিছু পুড়ে যাওয়ার পর তাঁরা বুঝে উঠতে পারছেন না, কীভাবে আবার নতুন করে সব শুরু করবেন।