আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশ বাঁধ নির্মাণ নিয়ে জেলাশাসকের নিকট বাম বিধায়কের ডেপুটেশন।
সীমান্ত নিয়ম লঙ্ঘন করে বিলোনীয়ার মুহুরীর নদীর বল্লামুখা , I C Nagar এলাকায় বাংলাদেশ অংশে উঁচু বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ । অথচ মুহুরী তটে নদীর উল্টো অংশে রামঠাকুর পাড়ায় তুলা গাছ থেকে BSF Camp পর্যন্ত বাঁধ সংস্কার ও রাস্তা নির্মাণে সব সময় বাঁধা দিয়ে আসছে বাংলাদেশ । এক সময়ে দুই দেশের মধ্যে এই এলাকা নিয়ে তুমুল গুলির লড়াই ও হয়েছিল । বৃহস্পতিবার ১৭ এপ্রিল এই সমস্যা ও অভিযোগ নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের নিকট এর ছুটে যান বিলোনিয়া বাম বিধায়ক দীপংকর সেন । জেলাশাসকের কাছে খুলে বলেন জনগণের অভিযোগ । বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব এর দৃষ্টিতে নেওয়ার অনুরোধ জানান বিধায়ক । বিধায়ক বলেন এই উঁচু বাঁধ তৈরীর ফলে বল্লামুখা , উত্তর বিলোনিয়া , ইশ্বান চন্দ্র নগরের দক্ষিণ ভারত চন্দননগরের একটা অংশে বর্ষায় জলমগ্ন হবে নষ্ট হবে ফসল, নষ্ট হবে জনবসতি, সাধারণ জনগণের ভোগান্তির শিকার থাকবে না। এদিন জেলাশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান বিধায়ক দীপংকর সেনকে