রাতের আঁধারে তেলিয়ামুড়া শহর উপকণ্ঠে অবস্থিত থানার ঢিলছুড়া দূরত্ব শান্তিনগর এলাকাতে ব্যক্তিগত গাড়ির উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে!
স্বাভাবিক ভাবেই নিজ বাড়িতেই এভাবে গাড়ির উপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি কারীদের আক্রমণ সংশ্লিষ্ট গাড়ির মালিক সহ এলাকাবাসীদের মধ্যে দারুন প্রতিক্রিয়া তৈরি করেছে।গোটা বিষয় নিয়ে গাড়ির মালিক সুচরিতা দাস দাবি করেছেন অন্যান্য দিনের মতো কালকেও উনাদের নিজস্ব গাড়িটা বাড়ির নির্ধারিত গাড়ির ঘরে ছিল। আজ সকালে যখন গাড়ি বার করতে যায় তখন দেখতে পায় গাড়ির আয়না সহ বিভিন্ন জায়গাতে ইট দিয়ে আঘাত করা হয়েছে। এই আঘাতের পরিপ্রেক্ষিতে বিলাসবহুল এই গাড়িটির অনেক জায়গাতেই ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গাড়ির মালিকের। যদিও এই ঘটনার খবর সুনির্দিষ্ট ভাবে তেলিয়ামুড়া থানায় জানানোর পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত করছে বলে দাবি করে। তবে এভাবে তেলিয়ামুড়া শহরের শান্তিনগরের মতো এলাকাতে বাড়ির ভেতরেই গাড়ির উপর আক্রমণের ঘটনার পেছনে কোন গভীর রহস্য রয়েছে বলে অনুমান করছে একাংশ। যদিও গোটা ঘটনা পুলিশের তদন্ত সাপেক্ষ তারপরেও একটা মহল থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙ্গুল তোলা হচ্ছে।