আমরা তো একবার পরীক্ষা দিয়েছি, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এখন আমরা কেন আবার পরীক্ষায় বসবো? সরকার কেন এই বিষয়গুলো নিয়ে ভাবছে না? আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ফয়সালা না করে সরকার কেন নতুন করে নিয়োগের কথা ভাবছে? এইরকম ভাবে একের পর এক প্রশ্ন ২০২২ সালের এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীদের।এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়োগের জন্য বারবার একাংশ চাকরি প্রত্যাশীরা সরব হচ্ছে। একই রকম ভাবে আজ সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা তাদের নিয়োগের ব্যাপারে সরকার যাতে করে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে , সেই ব্যাপারে দাবি তোলেন। এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিকরতার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন থেকে চাকুরী প্রত্যাশীদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, সরকার নতুন নিয়োগ করুক আপত্তি নেই, তবে ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সহ বিভিন্ন ভাবে প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে আগে, এটা তাদের দাবি।