সদ্য সমাপ্ত বিধানসভার বাজেট অধিবেশনে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে গোটা জনজাতি গোষ্ঠীকে জাত ধরে অপমান করেছেন , এই অভিযোগ রাজ্যের বিরোধী দল সিপিআইএমের। এই অভিযোগে বামপন্থী উপজাতি যুব সংগঠন টি ওয়াই এফ আজ রাজধানী আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে। এই কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সংগঠন ঝাঁঝালো মেজাজে মিছিল করার পাশাপাশি মন্ত্রীর কুশ পুত্তোলিকা দাহ করে।এদিকে সংগঠনের তরফ থেকে গোটা বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হস্তক্ষেপ দাবি করতে গিয়ে অনতিবিলম্বে যাতে করে মন্ত্রিসভা থেকে রতনলাল নাথকে বহিষ্কার করা হয় সেই দাবি করা হয়।। এর পাশাপাশি সংগঠন দাবি করেছে একই দাবিতে গোটা রাজ্যজুড়ে আন্দোলন ক্রমান্বয়ে তীব্র হবে।