রেগা শ্রমিকরা ৬ মাস ধরে পাচ্ছেনা মজুরী। মজুরীর দাবীতে বিলোনীয়া মহকুমার অন্তর্গত ভারতচন্দ্র নগর আরডি ব্লক আধিকারিক অরিজিৎ পালের নিকট ডেপুটেশন প্রদান করলো ক্ষেতমজুর ইউনিয়ন বিলোনিয়া বিভাগীয় পরিষদ । আজ বারোটা নাগাদ বিলোনিয়া মনুরমুখ স্থিত ভারত চন্দ্র নগর আরডি ব্লক কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেক্ষেতমজুর ইউনিয়ন বিলোনিয়া বিভাগীয় পরিষদের এক প্রতিনিধি দল। দলে ছিলেন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বিধায়ক দীপংকর সেন, মহকুমা সম্পাদক সুবল রায়, সংগঠনের মহকুমা নেতৃত্ব বিপুল বৈদ্য , মৃদুল দত্ত , কানু চৌধুরী । চৈত্র সংক্রান্তির আগে ১৭ দিনের মজুরি রেগা শ্রমিকদের তুলে দেওয়ার দাবি জানানোর পর BDO অরিজিৎ পাল জানান ৮৫ লক্ষ টাকা দরকার রেগা মজুরীর জন্য ।, তবে সংক্রান্তির আগে মজুরী প্রদান সম্ভব নয় । সংক্রান্তির পরে দুই দিনের মজুরী PDF ফান্ডের টাকা থেকে করা হবে । ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দল ব্লক আধিকারিকের থেকে এই কথা শুনে ক্ষোভ প্রকাশ করে বলেন দুই দিনের টাকায় কি হবে ? রেগা শ্রমিকদের ১৭ দিনের মজুরীর টাকার জন্য দাবী জানান।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপংকর সেন, রেগার অব্যবস্থার কথা তুলে ধরে বলেন, বিরোধী দল জনগণ কে বিভ্রান্ত করছে বলে গালাগাল করেছে । এখন জনগণ টের পাচ্ছে কাদের কথা আসল আর করা নকল। কি ব্যবস্থা রাজ্যে চলছে । কোন টাকাই দিতে পারছেনা সরকার । প্রতিশ্রুতি মত রেগার হাজিরা ৩৪০ টাকা , ২০০ দিন কাজ কোথায় । এই ব্লকে কাজ হয়েছে মাত্র ৪৫ দিন । বাম আমলে ৮০ , ৮৫ , ৯০ দিনের কাজের রেকর্ড রয়েছে । রাজ্যে বছরে ৫ লক্ষাধিক মেনডেইজের অধিক কাজ হতো , এখন হয় মাত্র ২ থেকে ৩ লক্ষ মেনডেইজের কাজ বলে মন্তব্য করেন বিধায়ক দীপঙ্কর।
Leave a Comment