কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে চুরাইবাড়ি রেল স্টেশন থেকে নিখোঁজ এক ব্যক্তি। থানায় নিখোঁজের অভিযোগ।স্বামীকে ফিরে পেতে কাতর আবেদন স্ত্রীর।
কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তি। স্বামীকে ফিরে পাওয়ার কাতর আবেদন জানিয়ে চুরাইবাড়ি থানায় মিসিং ডায়েরি করলেন স্ত্রী। ঘটনা সম্পর্কে নিখোঁজের স্ত্রী রীনা বেগম জানান চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন (৩৭) পিতা মৃত মকলিছ আলী,পেশায় দিনমজুর ,গত ৮ ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বাড়ি থেকে বেরিয়ে তেলিয়ামুড়ায় কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ী রেল স্টেশনে যায় । এদিন সন্ধ্যা পর্যন্ত তেলিয়ামুড়ায় গিয়ে পৌঁছায় নি সে।তার সাথে কোন মোবাইলও ছিল না। পরবর্তী সময়ে পরিবারের লোকজন কাজের ঠিকাদার সহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও কোন সন্ধান পাননি। আজ তিনদিন অতিবাহিত হলেও স্বামীর কোন খোঁজ না পেয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন স্ত্রী সহ তার তিন সন্তান। পরে এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চুরাইবাড়ি থানায় লিখিত আকারে অভিযোগ জানান স্ত্রী রীনা বেগম। পাশাপাশি সংবাদমাধ্যমের মধ্য দিয়ে তার স্বামীকে খুঁজে পাওয়ার কাতর আবেদন জানান তিনি । নিখোঁজ ব্যক্তির বর্ণনা উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যাম বর্ণ, পরনে ছিল ফুলহাতা খয়েরী রঙের শার্ট, এবং ঠেক সুট। তাই যদি কোন সহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন,তাহলে পরিবারের দেওয়া 8974951979 এই নম্বরে অথবা চুরাইবাড়ি থানায় যোগাযোগ করার জন্য বিনম্রভাবে অনুরোধ জানান স্ত্রী রীনা বেগম।
চুরাইবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যক্তি, উদ্বেগে পরিবার
Leave a Comment