ঘটনা সোনামুড়া থানাধীন সাহাপুর মস্তান টিলা এলাকা। ঘটনার বিবর্ণে জানা যায় সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুনু মিয়ার ছেলে খুরশেদ আলম কে একই এলাকার সেলিম মিয়া ৫০০ টাকা ধার দেন। আজকে যখন খুরশেদ আলম সাহাপুর মুস্তান টিলা আসাম হুজুরের চেম্বারের সামনে আসেন তখন সেলিম মিয়া খুরশেদ আলমকে দেখে বলে তার পাওনা টাকা দেওয়ার জন্য। তখন খোরশেদ আলম বলে কয়েকদিন পরে দিয়ে দেবে। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। এবং শেষ পর্যন্ত হাতাতি রূপ নেয়।একটা সময় সেলিম মিয়া তার কোমর থেকে ছুরি বের করে খোরশেদ আলমের গলায় আঘাত করে। এরপর খুরশেদ আলমের চিৎকারে এলাকার মানুষের জড়ো হলে সেলিম মিয়া পালিয়ে যায়।তড়িঘড়ি করে খুরশেদ আলম কে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তার আত্মীয়স্বজনরা। তার গলায় দুটি সেলাই লাগে।চিকিৎসার পর খুরশেদ আলমকে থানা নিয়ে এসে তার আত্মীয়-স্বজনরা সেলিম মিয়ার বিরুদ্ধে সোনামুড়া থানা মামলা করেন। সে মামলার পরিপ্রেক্ষিতে খুরশেদ আলম এবং তার পরিবার সেলিম মিয়ার কঠোর শাস্তি দাবী করেন। এখন দেখা যাক পুলিশের সুষ্ঠু তদন্তে কি বেরিয়ে আসে।