জমি সংক্রান্ত বিবাদে নাশকতার আগুনে পুড়লো সুপারি বাগান। থানার দারস্থ অসহায় পরিবার
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সুপারি বাগানে আগুন দিল দুষ্কৃতিকারীরা। সঙ্গে মারধরের অভিযোগ জানিয়ে কদমতলা থানার দ্বারস্থ হল অসহায় পরিবার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ইন্দো-বাংলা সীমান্তের প্রত্যেক রায় গ্রামের ২নং ওয়ার্ডে। উক্ত ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মিয়া(৪৪) (পিতা-মৃত আমজাদ আলী) জানান, গত মঙ্গলবার বিকেল চারটা নাগাদ তারই প্রতিবেশী ভাই আব্দুল কালাম হঠাৎ উত্তেজিত হয়ে আব্দুল মিয়ার বাড়ির পাশের কুড়ি শতক জায়গা দখলের জন্য আসে। এতে আব্দুল মিয়া বাঁধা দিলে তাদের মারধোর করে এবং উক্ত জায়গায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এতে সুপারি বাগান সহ আম ও বিভিন্ন ফলজাতীয় গাছ পুড়ে ছাই হয়ে যায়। আব্দুল জানায় ওই জায়গা সে নিজের টাকায় খরিদ করলেও আব্দুল কালাম নামের তার এক কাকাতো ভাই এসে নিজের বলে দাবি করে এবং জবরদখল করতে চায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলতে থাকে। কিন্তু সেদিনের ওই চরম অবস্থা দেখে সে কদমতলা থানার দ্বারস্থ হয়েছে এবং আব্দুল কালাম ও তার দুই স্ত্রী পিয়ারা বেগম, রাজিয়া বেগম এবং তার ছেলে আজাদ উদ্দিনের নামে লিখিত মামলা করেন। যদিও সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি এবং ঘটনার কোন তদন্তই করেনি বলে অভিযোগ আব্দুল মিয়ার।
সুপারি বাগানে রহস্যজনক আগুন, জমি বিতর্কে চাঞ্চল্য
Leave a Comment