গভীর রাতে গৃহস্থের বাগান থেকে উধাও দামি আগরগাছ। থানার দ্বারস্ত !
রাতের আঁধারে গৃহস্থের বাড়ি থেকে উধাও বহু মূল্যের আগর গাছ। বাড়ির মালিক জানান, গাছ ক্রয় করতে আসা লোকেরাই নাকি রাতের বেলা গাছগুলি চুরি করে নেয় বলে উনার সন্দেহ। এ মর্মে তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাদিন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে। গৃহস্থ সরত নাথ(পিতা মৃত সুশীল নাথ) জানান, গত বুধবার দিনের বেলা কালাগাঙ্গের পার এলাকার কিছু খদ্দের উনার বাড়িতে বহু মূল্যের আগর গাছগুলি ক্রয় করার জন্য আসেন এবং দর কষাকষি করে যান। পরে ঐদিন রাতেই দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরদিন হঠাৎ বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে উনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান কদমতলা থানায় এবং লিখিত অভিযোগ জানান। গৃহস্থ সরত নাথ আরো জানান উনার এই দুটি গাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আঁধারে গাছগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার প্রশাসন কি আদৌ চোরের টিকির নাগাল পায় কিনা
গভীর রাতে আগরগাছ উধাও, ক্ষতির মুখে গৃহস্থ
Leave a Comment